Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির পদত্যাগ করা ৫ শূন্য আসনে উপনির্বাচন ১ ফেব্রুয়ারি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২২ ১৩:২৬ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ ১৩:২৮

ঢাকা: বিএনপির পদত্যাগ করা সংসদের পাঁচটি শূন্য আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি আসনগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আসনগুলো হলো- ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ এবং ব্রাহ্মণবাড়িয়া-২। প্রত্যেকটি আসনে ইলেকট্রোনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোট গ্রহণ করা হবে। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

রোববার (১৮ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত ইসির কমিশন সভা শেষে পাঁচ শূন্য আসনের তফসিল ঘোষণা করা হয়েছে। ইসির যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান আরজু সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেন।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি এই ৫ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়ন দাখিলের শেষদিন ৫ জানুয়ারি বৃহস্পতিবার, মনোনয়ন যাচাই-বাছাই ৮ জানুয়ারি রোববার এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৫ জানুয়ারি বুধবার।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে ঢাকা বিভাগীয় গণসমাবেশে জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন বিএনপির সাত সংসদ সদস্য। পরদিন সকালে সশরীরে স্পিকারের কাছে গিয়ে নিজেদের পদত্যাগপত্র জমা দেন বিএনপির পাঁচ সংসদ সদস্য।

তারা হলেন- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া-৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুল সাত্তার ভূঁইয়া এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। পরে এসব সংসদীয় আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।

সারবাংলা/জিএস/ইআ

উপনির্বাচন পদত্যাগ

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর