Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে জমি নিয়ে সংঘর্ষে ২ ভাই নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২২ ২৩:৫৮

রাজশাহী: রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই। দীর্ঘ দিন ধরেই তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে।

শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে চারঘাট উপজেলার ভায়া লক্ষ্মীপুর ইউনিয়নের বাঁকড়া পশ্চিমপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন দুই পক্ষের অন্তত ছয় জন।

আর সংঘর্ষে নিহত দুজন হলেন- আজিজুর রহমান ওরফে আজিজ (৪৫) ও আকরাম হোসেন (৬০)। পুলিশের চারঘাট সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার প্রণব কুমার এদের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে আজিজুর ও আকরামের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দুইপক্ষের আরও কিছু লোকজন জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে দুই পক্ষের অন্তত ছয়জন আহত হন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক আজিজুর ও আকরামকে মৃত ঘোষণা করেন। অন্যরা চিকিৎসাধীন।

তিনি আরও জানান, সংঘর্ষে মারা যাওয়া দুজনের লাশ হাসপাতালে আছে। এ ব্যাপারে থানায় মামলা হবে। জড়িতদের গ্রেফতার করা হবে। সংঘর্ষে নিহত দুজনের লাশ পুলিশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠাবে বলেও জানান তিনি।

সারাবাংলা/পিটিএম

জমি নিয়ে বিরোধ নিহত ২ সংঘর্ষ

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর