Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘বিজয় উৎসব’ শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২২ ২২:৪১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শুরু হয়েছে পাঁচদিনের বিজয় উৎসব। এতে মুক্তিযুদ্ধভিত্তিক চারটি চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে নগরীর দামপাড়ায় প্রিমিয়ার ইউনিভার্সিটির কেন্দ্রীয় অডিটোরিয়ামে বিজয় উৎসবের উদ্বোধন হয়েছে। বিজয় কনসার্টের মাধ্যমে শুরু হওয়া উৎসবে শিল্পী শিমুল ইউসুফ দেশাত্মবোধক গান পরিবেশন করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একই অডিটোরিয়ামে প্রতিদিন বিকেল তিনটায় মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হবে। ১৮ ডিসেম্বর ‘মাটির ময়না’, ১৯ ডিসেম্বর ‘ভুবন মাঝি, ২০ ডিসেম্বর ‘গেরিলা’ এবং ২১ ডিসেম্বর ‘বিউটি সার্কাস’ চলচ্চিত্র প্রদর্শিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন, নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, প্রিমিয়ার ইউনিভার্সিটির উপ-উপাচার্য কাজী শামীম সুলতানা, কোষাধ্যক্ষ একেএম তফজল হক এবং রেজিস্ট্রার খুরশিদুর রহমান বক্তব্য রাখেন।

সারাবাংলা/আরডি/একে

প্রিমিয়ার ইউনিভার্সিটি বিজয় উৎসব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর