Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোবিপ্রবির হলে খাবারে পোকা, বন্ধ ঘোষণা ক্যান্টিন

নোবিপ্রবি করেস্পন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২২ ১৯:৪২

নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক স্পিকার আব্দুল মালেক উকিল হলে খাবারের মধ্যে পোকা ও ডিম থেকে গন্ধ পাওয়ার অভিযোগে ক্যান্টিন বন্ধ করে দিয়েছেন আবাসিক শিক্ষার্থীরা।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে খাবার খেতে গেলে খাবারে পোকা ও গন্ধযুক্ত খাবার পাওয়া যায় বলে অভিযোগ হলটির আবাসিক শিক্ষার্থীদের।

শিক্ষার্থীরা জানান, হলের খাবারের দাম অধিক হলেও মান খুবই খারাপ। শুরুতে এক শিক্ষার্থী প্লেটে পোকা দেখে পাশের অন্য শিক্ষার্থীদের দেখায়। এ সময় ডিমের তরকারি থেকেও গন্ধ বের হচ্ছে বলে বেশ কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন। পরে পোকা ও বাসি খাবার দেওয়ায় ক্ষুব্ধ হয়ে ক্যান্টিন বন্ধ করে দেন উপস্থিত অন্য শিক্ষার্থীরা। যাতে এসব খাবার খেয়ে অন্য শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুঁকিতে না পড়ে। এ ঘটনা তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ ও খাবারের মান বৃদ্ধির দাবিতে হল প্রশাসনকে বিষয়টি জানান শিক্ষার্থীরা।

ওই হলের আবাসিক শিক্ষার্থী ও আল আমিন ব্যাপারী বলেন, ‘আজকে মালেক উকিল হলের ডাইনিংয়ে দুপুরের খাবার খাই। প্রায় অর্ধেক খাবার খাওয়ার পর প্লেটের মধ্যে টয়লেটের পোকার এবং ডিম তরকারি থেকে বাজে গন্ধ পাই। এ ঘটনার পর ডাইনিংয়ের ম্যানেজারকে জানালে তিনি বলেছেন, খাবারের মধ্যে দু’একটা পোকা থাকতেই পারে। এক পর্যায়ে কথা কাটাকাটি হয়। এরমধ্যেই ডাইনিংয়ে উপস্থিত আরেক শিক্ষার্থী ডালের মধ্যে মাছি ও পোকা পায়।’

তানজীদ আরেফিন বাপ্পী বলেন, ‘ছাত্রদের দুই হলের মধ্যে শুধু মালেক হলে ডাইনিং চালু আছে। ফলে শিক্ষার্থীদের চাপ সবসময় এই হলের ডাইনিং এ দেখা যায়। অতিরিক্ত টাকা দিয়ে রীতিমতো বাসি এবং পোকামাকড় যুক্ত খাবার সরবরাহ করে ডাইনিং কর্তৃপক্ষ। বারবার বলা হলেও তারা কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করে না, বরং শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ করে।’

বিজ্ঞাপন

হলের খাবারের মান ও দাম নিয়ে বারবার কথা উঠলে বিষয়টি সমাধান মিলছেই না। শিক্ষার্থীরা পড়াশোনা করতে এসে এসব খাবার খেয়ে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন। খাবারের দাম কমাতে এবং মান বাড়াতে দ্রুত হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে চান আবাসিক শিক্ষার্থীরা।

এ বিষয়ে ডাইনিং ম্যানেজার মো. ইয়াসিন মিয়া বলেন, ‘আমরা চেষ্টা করি ডাইনিংয়ের খাবারের মান সর্বোচ্চ রাখার জন্য। কিন্তু কর্মচারীদের ভুলের জন্য কিছু সমস্যা হয়ে থাকে।’

মালেক হলের দায়িত্বে থাকা ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজম্যান্ট বিভাগের সহকারী অধ্যাপক জামশেদুল ইসলাম বলেন, ‘আসলেই যদি এমন ঘটনা ঘটে থাকে রাতের মধ্যে এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

সারাবাংলা/এনএস

নোবিপ্রবি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি)

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর