Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজের ৯ দিন পর আশকোনা থেকে রিকশা চলকের মৃতদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২২ ১৯:০৪

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর দক্ষিণখান আশকোনা এলাকা থেকে নিখোঁজের নয় দিন পর মোস্তফা মিয়া (৩৫) নামে এক রিকশাচালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার দেহ ও মাথা আলাদা ছিল। পুলিশের ধারণা, তাকে হত্যার পর ব্যাটারিচালিত রিকশাটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

শনিবার (১৭ নভেম্বর) দুপুরের দিকে আশকোনা এলাকায় আশিয়ান সিটির খালি প্লট থেকে রিকশা চালকের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

বিজ্ঞাপন

দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালের দিকে সংবাদ পেয়ে দক্ষিণখান আশকোনা এলাকার একটি খালি প্লট থেকে ওই ব্যক্তির গলিত মাথা ও দেহ উদ্ধার করা হয়। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, মোস্তফা পরিবারের সাথে আশকোনা গার্লস স্কুলের পাশেই থাকতো। পেশায় সে ব্যাটারিচালিত রিকশার চালক ছিলেন।

মোস্তফার পারিবারিক সূত্রে জানা যায়, গত ৭ডিসেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এর পর পরিবার থেকে নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

উদ্ধার মৃতদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর