Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাত কেটে উল্লাস, ৫ আসামি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২২ ১৮:৪৫

কক্সবাজার: জেলার টেকনাফ উপজেলায় হাত কেটে উল্লাস করার চাঞ্চল্যকর ঘটনার সঙ্গে জড়িত পাঁচজন আসামিকে আটক করেছে র‌্যাব-১৫।

শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে কক্সবাজার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক।

আটককৃতরা হলেন— নুরুল হক (৩৮), জাহাঙ্গীর আলম (৩৫), দিল মোহাম্মদ প্রকাশ কালু (৫৮), আবুল কালাম (৩৮) ও ছৈয়দ উল্লাহ (৩৮)।

মেজর সৈয়দ সাদিকুল হক জানান, গতকাল শুক্রবার (১৬ ডিসেম্বর) কক্সবাজার-টেকনাফ মহাসড়ক সংলগ্ন এলাকা হতে তাদের আটক করা হয়।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় ইউনিয়ন সদস্য এনামুল হক ও তার সহযোগীরা টেকনাফের নাজিরপাড়ার মৃত নজির আহমদের ছেলে সিদ্দিক আহম্মদের দুই হাতের কব্জি কেটে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে উল্লাসে মেতে উঠে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ভুক্তভোগী ছিদ্দিক আহম্মদের ছেলে রাশেদুল আলম কক্সবাজারের টেকনাফ থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

সারাবাংলা/এনএস

কক্সবাজার টেকনাফ উপজেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর