Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২২ ১৬:১৬ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২২ ১৬:১৮

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হ‌য়ে‌ছেন। তা‌দের‌কে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শ‌নিবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার ডহরগাও গ্রামের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মো. জাহিদ, স্ত্রী রুমা আক্তার, মেয়ে লাবনী ও ছেলে ইয়াছিন।

প্রত্যক্ষদর্শী আবুল কাশেম জানান, সকালে রান্না করার জন্য দিয়াশলাই দিয়ে চুলায় আগুন জ্বালালে হঠাৎ আগুন লেগে যায়। এ সময় জাহিদসহ তার পরিবারের চারজন দগ্ধ হন। ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুন লেগেছে।

শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন জানান, আগুনে একই পরিবারের দুই শিশুসহ চারজন দগ্ধ হয়। জাহিদ ২৯ শতাংশ, স্ত্রী রুমা আক্তার ২৩ শতাংশ, মেয়ে লাবনী ২২ শতাংশ এবং ছেলে ইয়াছিন সামান্য দগ্ধ হয়েছে। তারা সবাই বার্ণ ইউনিটে ভর্তি আছে।

সারাবাংলা/ইআ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর