Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২২ ১৫:২২

মানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে বালু বোঝাই ট্রাকের চাপায় রওশন জাহান সেন্টু (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে মানরা এলাকার মমতাজ চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। সেন্টু কুষ্টিয়ার কুমারখালি থানার পাহারপুর চাপড়া গ্রামের নাছির উদ্দিনের ছেলে।

গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাসুদ খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত রওশন জাহান সেন্টু ব্যবসায়িক কাজে মোটরসাইকেল যোগে ঢাকা যাচ্ছিলেন। মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে মানরা এলাকায় পৌছাঁলে পিছন থেকে একটি বালু বোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই সেন্টু মারা যান।

ওসি মাসুদ খান জানান, ট্রাক চালক পালিয়ে গেছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর পাঠানো হয়েছে।

সারাবাংলা/ইআ

মোটরসাইকেল আরোহী নিহত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর