আনন্দ আমেজে বিজয় শোভাযাত্রায় আ.লীগের নেতাকর্মীরা
১৭ ডিসেম্বর ২০২২ ১৫:১৫ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২২ ১৫:১৬
ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রায় অংশ নিতে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে উৎসবমুখর পরিবেশে জমায়েত হয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরা।
সোহরাওয়ার্দী উদ্যানের পাশে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অফ বাংলাদেশের (আইইবি) গেটের সামনে দু’টি ট্রাকে অস্থায়ী মঞ্চ করা হয়েছে। অস্থায়ী মঞ্চে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতারাসহ মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের নেতারা অবস্থান নিয়েছেন।
বিজয় র্যালিটি আইইবি’র সামনে থেকে শাহবাগ, এলিফ্যান্ট রোড হয়ে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সমানে গিয়ে শেষ হবে।
শনিবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টার পর থেকে বিজয় র্যালিতে অংশ নিতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ঢাক-ঢোল ব্যান্ড পার্টি, পিকআপ ভ্যানে উৎসব, আনন্দমুখর পরিবেশে আসতে শুরু করে। এতে শাহবাগ থেকে মৎস্য ভবনমুখী একপাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
ছোট ছোট পিকআপ, ঘোড়ার গাড়িসহ মিছিল সহকারে নেতাকর্মীদের যোগদানের কারণে বিভিন্ন সড়ক যানজটে ভোগান্তির সৃষ্টি হয়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিবারের মতো এবারও বিভিন্ন কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ। এ কর্মসূচির অংশ হিসাবে আজকের বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে।
বিজয় শোভাযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখছেন মহানগরসহ কেন্দ্রীয় নেতারা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিজয় শোভাযাত্রায় সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি।