Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্রান্সে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, শিশুসহ নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২২ ১১:৩৩ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২২ ১১:৩৫

ফ্রান্সের লিয়ন শহরের একটি সাত তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ৫ শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (১৬ ডিসেম্বর) শহরের ভলক্স এন ভেলিনে এই দুর্ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সাত তলা বিশিষ্ট ওই আবাসিক ভবনে ভয়াবহ আগুন লেগে হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় সরকারের কর্মকর্তারা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।

বিবৃতিতে বলা হয়, সেই ভবন থেকে মুহূর্তেই চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৬৫টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হন। আগুনে দগ্ধ চারজনের অবস্থা গুরুতর। এ ছাড়া, আগুন নেভানোর সময় দুই দমকলকর্মীসহ আরও ১০ জন আহত হয়েছেন।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিনের বরাতে জানিয়েছে, ধারণা করা হচ্ছে, বেশ কয়েকটি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ বিষয়ে শিগগিরই তদন্ত শুরু হবে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁ পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন বলে নিশ্চিত করেন দারমানিন। এ ছাড়া ঘটনাস্থলের চারপাশে নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।

সারাবাংলা/ইআ

অগ্নিকাণ্ড ফ্রান্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর