Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘরে আগুন, বিছানায় স্ত্রী ও ফ্লোরে থাকা স্বামীর লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২২ ১০:৩৭

গাজীপুর: মহানগরীর কোনাবাড়ীতে আগুনে পুড়ে স্বামী-স্ত্রী নিহতের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৭ ডিসেম্বর) সকালে কোনাবাড়ী থানাধীন সিকদার পাড়া এলাকার শুকুর শিকদারের বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- নীলফামারী জেলার ডিমলা থানার ভাঙ্গারহাট গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আবু সুফিয়ান (৩৯) ও আবু সুফিয়ানের স্ত্রী নাসরিন আক্তার (৩৫)। তারা গাজীপুরের কোনাবাড়ী থানাধীন সিকদারপাড়া এলাকার শুকুর শিকদারের মালিকানাধীন ছয়তলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন।

বিজ্ঞাপন

আবু সুফিয়ান পেশায় দিনমজুর ছিলেন এবং নাসরিন স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন।

কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আশরাফ উদ্দিন বলেন, ‘সিকদার পাড়া এলাকার শুকুর শিকদারের ভবনের নিচতলার ফ্ল্যাটে আগুন দেখতে পান বাড়ির নিরাপত্তাকর্মী। তাৎক্ষণিক স্থানীয়দের খবর দেয়। পরে স্টিলের দরজা ভেঙে খাটের ওপর থেকে স্ত্রী ও ফ্লোরে থাকা স্বামীর লাশ উদ্ধার করা হয়।’

এ ঘটনা কিভাবে ঘটলো তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সারাবাংলা/এমও

আগুন ঘরে আগুন লাশ উদ্ধার

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর