Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গরুর রশি নিয়ে ঝগড়ায় প্রাণ গেল ২ ভাইয়ের

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২২ ২২:৫৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ছুরিকাঘাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, গরুর রশি চুরিসংক্রান্ত ঝগড়ার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে। যারা সম্পর্কে বাবা ও ছেলে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের পশ্চিম খুরুশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ছুরিকাঘাতে নিহতরা হলেন- জালাল উদ্দিন (২৮) ও তার ছোট ভাই কামাল হোসেন (২৫)। একই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। এরা হলেন- একই গ্রামের মো. ইদ্রিছ (৬৫) এবং তার তিন ছেলে মো. বাদশা (১৮), সালাউদ্দিন (২৬) ও মো. রানা (১৭)।

হত্যাকাণ্ডের পর স্থানীয়রা ঘাতক পিতা-পুত্রকে ধরে পুলিশে হস্তান্তর করেছে। এরা হলেন- শফিকুল ইসলাম (৬২) ও তার ছেলে খোরশেদ (২৮)।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রুপন বড়ুয়া সারাবাংলাকে জানান, শুক্রবার দুপুরে জালাল মাঠে গিয়ে দেখেন তার গরুর গলায় রশি নেই। খুঁজতে গিয়ে খুঁটিসহ রশিটি শফিকুল ইসলামের হাতে দেখতে পান। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে দু’জনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এতে শফিকুল মাথায় আঘাত পান। এর জের ধরে বিকেলে শফিকুলের তিন ছেলে খোরশেদ, মোরশেদ ও সাইফুল মিলে জালাল উদ্দিনের ওপর অতর্কিতে হামলা চালায়।

রুপন আরও জানান, তখন জালালকে বাঁচাতে এগিয়ে যান তার ভাই কামালসহ কয়েকজন। এ সময় শফিকুলের ছেলেদের ছুরিকাঘাতে জালাল, কামালসহ ছয় জন আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে জালাল ও কামাল মারা যান।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘ঘটনার পর শফিকুল ও তার ছেলে খোরশেদকে ধরে স্থানীয়রা আমাদের কাছে দেন। মোরশেদ ও সাইফুল পলাতক আছেন। তাদের গ্রেফতারে অভিযান চলছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/পিটিএম

২ ভাই নিহত গরুর রশি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর