Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশ রক্ষায় মুক্তিযুদ্ধের মূল চেতনায় ফিরতে হবে’

সারাবাংলা ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২২ ২১:৩৭

চট্টগ্রাম ব্যুরো : একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ড. অনুপম সেন বলেছেন, ‘স্বাধীনতা বিরোধী অপশক্তির হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে আমাদের মুক্তিযুদ্ধের যে মূল চেতনা সেই জায়গায় ফিরতে হবে। সংস্কৃতির সংগ্রামের মধ্য দিয়ে দেশকে বাঁচাতে হবে এবং এগিয়ে নিতে হবে।’

শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর চেরাগি পাহাড়ের নন্দন চত্বরে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে অনুপম সেন বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি দেশ দিয়ে গেছেন। বঙ্গবন্ধুকে হত্যার পর এদেশকে ব্যর্থ করে আবারও পাকিস্তান বানানোর অনেক চক্রান্ত হয়েছে। স্বাধীনতাবিরোধী দল জামায়াত ইসলামীকে এদেশে পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে। মানবতা বিরোধী অপরাধে কয়েকজন জামায়াত নেতার বিচার হলেও তারা এখনো ধর্মের নামে নানা বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছে, স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।’

মুক্তিযুদ্ধকে সাংস্কৃতিক আন্দোলনের ফসল উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধ এটি শুধু অস্ত্র হাতে দু’পক্ষের যুদ্ধ নয়। এটি ছিল বাঙালি সংস্কৃতির আন্দোলনের একটি চূড়ান্ত রূপ এবং যার মধ্য দিয়ে স্বাধীনতা এসেছে। সেই সংস্কৃতির আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ উদীচী। মুক্তিযুদ্ধসহ দেশের প্রতিটি প্রগতিশীল সংগ্রামে উদীচীর ভূমিকা আছে। চট্টগ্রামে গণজাগরণ মঞ্চ, যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে সাংস্কৃতিক ক্ষেত্রে উদীচী নেতৃত্ব দিয়েছে এবং এখনও সংগ্রাম অব্যাহত রেখেছে। মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠায় উদীচীর যে নিরন্তর সংগ্রাম, সেটাকে অব্যাহত রাখতে হবে দেশের স্বার্থে, জাতির স্বার্থে।’

বিজ্ঞাপন

জেলা উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি ডা. চন্দন দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্তার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন গেরিলা মুক্তিযোদ্ধা কাজী নুরুল আবসার, ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনীর ডেপুটি কমান্ডার উদয়ন নাগ, বীর মুক্তিযোদ্ধা উত্তম চৌধুরী এবং স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শব্দসৈনিক সুজিত রায়।

এরপর শিল্পী সুজিত রায়, কল্পনা লালা ও মানস পাল চৌধুরী দেশের গান পরিবেশন করেন। ‘বিদ্রোহী’ কবিতার সঙ্গে নৃত্যে অংশ নেন তিলোত্তমা সেনগুপ্ত। উদীচী শিল্পীরা গণসঙ্গীতের পাশাপাশি ‘ইতিহাস কথা কথা কও’ গীতি-নৃত্যনাট্য পরিবেশন করেন।

এ ছাড়া বোধন আবৃত্তি পরিষদের শিল্পীরা আবৃত্তি এবং উদীচীর নতুন প্রজন্মের শিল্পীরা সম্মিলিত সঙ্গীত পরিবেশন করেন।

সারাবাংলা/আরডি/একে

আলোচনা উদীচী চট্টগ্রাম বিজয় দিবস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর