Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা উদ্যান বহুমুখী সমিতির সভাপতি সায়েম, সম্পাদক বাদল

নিজস্ব প্রতিবেদক
১৬ ডিসেম্বর ২০২২ ২১:২৪

ঢাকা: ঢাকা উদ্যান বহুমুখী সমবায় সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সায়েম শাহিন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফজলুল করিম বাদল।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) তফসিল অনুযায়ী নির্বাচন কমিটির সভাপতি মঞ্জুরুল কবিরের সই করা এ ফলাফল ঘোষণা করা হয়।

এদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরামহীনভাবে চলে ভোটগ্রহণ। পরে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

প্রাপ্ত ফলাফলে ২৯১ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবু সায়েম। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী হাজী আলী আহমেদ ছাতা প্রতীকে পেয়েছেন ১২১ ভোট। এছাড়া গোলাপফুল প্রতীকে ৩০৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফজলুল করিম বাদল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফিরোজ খান আনারস প্রতীকে পেয়েছেন ৫ ভোট।

এবারের নির্বাচনে মোট ২৬ জন প্রতিদ্বন্দ্বী বিভিন্ন পদে অংশ নেন। এদের মাঝে নির্বাচিত হয়েছেন ১২ জন।

সারাবাংলা/পিটিএম

ঢাকা উদ্যান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর