Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রীর প্রতি রাষ্ট্রদূতের ভালোবাসা

লোকাল করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২২ ১৬:১৫

হিলি: বাইসাইকেলযোগে নেপাল থেকে স্ত্রীকে দেখতে বাংলাদেশে এসেছেন নেপালে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত প্রিন্স টমাস হেনারিচ। তার স্ত্রী ঢাকায় জার্মানির দূতাবাসে চাকরি করেন।

শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুরে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন রাষ্ট্রদূত প্রিন্স টমাস হেনারিচ। গত ১০ ডিসেম্বর নেপালের কাঠমুন্ডু থেকে বাংলাদেশের উদ্দেশে রওয়ানা দেন তিনি। পরে ভারত হয়ে আজ বাংলাদেশে প্রবেশ করেন তিনি।

বিজ্ঞাপন

রাষ্ট্রদূত প্রিন্স টমাস ২০১৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত জার্মানির রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে কর্মরত ছিলেন। স্ত্রীর সঙ্গে বড়দিনসহ ছুটি কাটানোর জন্য তিনি বাইসাইকেলযোগে বাংলাদেশে আসেন।

আগামী জানুয়ারি মাসে নেপালের নিজ কর্মস্থলের ফেরার কথা রয়েছে নেপালে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূতের।

সারাবাংলা/এমও

জার্মানির দূতাবাস নেপাল রাষ্ট্রদূত প্রিন্স টমাস হেনারিচ

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর