হন্ডুরাসে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৬
১৭ ডিসেম্বর ২০১৭ ১৪:২৩ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৭ ১৪:২৫
সারাবাংলা ডেস্ক
হন্ডুরাসের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির ক্ষমতাসীন দলের প্রেসিডেন্ট জুয়ান অরল্যান্ডো হার্নান্দেজের বোনসহ ৬ জন নিহত হয়েছেন।
দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়র্টাস বিষয়টি নিশ্চিত করেছেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, ঘটনাস্থল থেকে কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
প্রেসিডেন্টের বোনের নাম হিলদা হার্নান্দেজ (৫১)। তিনি প্রেসিডেন্টের ঘনিষ্ঠ উপদেষ্টা ছিলেন। এর আগে সরকারের যোগাযোগ সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সারাবাংলা/ এমএইচটি