Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকার গণতন্ত্রকে কবর দিয়েছে: গণফোরাম

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২২ ১৬:০১

ঢাকা: গণফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু বলেন, ‘আমাদের জাতীয় জীবনে ১৬ ডিসেম্বর এক অবিস্মরণীয় দিন। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয়, যে স্বপ্ন নিয়ে আমরা স্বজন হারানোর বেদনা ভুলেও আনন্দিত ছিলাম সেই স্বপ্ন আজ অবধি পূরণ হয়নি। আগে দেশের সম্পদ পাকিস্তানিরা নিয়ে যেত, এখন বর্তমান লুটেরারা দেশের বাইরে সম্পদ পাচার করে দিচ্ছে। আজকের এই কর্তৃত্ববাদী সরকার দেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে কবর দিয়েছে।’

বিজ্ঞাপন

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস সকাল ১১টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের স্মৃতি স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ করে গণফোরাম নেতারা। শ্রদ্ধাঞ্জলি শেষে স্মৃতিসৌধ আঙ্গিনায় এক সমাবেশে মোস্তফা মোহসীন মন্টু এসব কথা বলেন।

গণফোরামের সভাপতি বলেন, ‘আসুন আজ আমরা সবাই মিলে এই পবিত্র স্থানে শপথ গ্রহণ করি, দেশের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে এনে মুক্তিযুদ্ধের অঙ্গীকার সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দুঃশাসন হটিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠায় সোচ্চার থাকব।’

সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘যে বাংলাদেশের স্বপ্ন দেখে বীর সন্তানেরা অকাতরে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছিল, সেই স্বপ্ন থেকে দেশকে অনেক দূরে ঠেলে দিয়েছে আওয়ামী লীগ সরকার। ফ্যাসিস্ট রূপ ধারণ করে এই সরকার মুক্তিযুদ্ধের অঙ্গীকার ভুলে নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দাবি করে, জনগণের উপর নিত্যনতুন কৌশলে নিপীড়ন অব্যাহত রেখেছে। আমরা গণফোরাম এই দানবীয় সরকারের জাতাকল থেকে জনগণকে মুক্তির লক্ষ্যে সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও জনগণের ঐক্য গড়ে তুলে জনতার সরকার প্রতিষ্ঠা করে মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ গড়তে অঙ্গীকারবদ্ধ।’

এসময় উপস্থিত ছিলেন- গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এ কে এম জগলুল হায়দার আফ্রিক, সভাপতি পরিষদ সদস্য আব্দুল হাছিব চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা খান সিদ্দিকুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুল বারী হামিম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. রওশন ইয়াজদানী, তথ্য ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধুসহ কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, ঢাকা জেলা, যুব ফোরাম, মহিলা ফোরাম ও ছাত্র ফোরামের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/এমও

গণতন্ত্র গণফোরাম সরকার সরকার গণতন্ত্র