বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিকল্পধারার শ্রদ্ধা
১৬ ডিসেম্বর ২০২২ ১৪:৫৫ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২২ ১৪:৫৬
ঢাকা: ৫২তম মহান বিজয় দিবস উপলক্ষে সকালে জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতা বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিকল্পধারা বাংলাদেশ।
বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নানের নেতৃত্বে দলের নেতাকর্মীরা শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতার বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন- বিকল্পধারার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মহসিন চৌধুরী, শ্রমজীবী ধারার সাধারণ সম্পাদক আরিফুল হক সুমন, সহ দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বুলু, যুবধারার সহ-সভাপতি ইকবাল হোসেন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিহাব, নোয়াখালি জেলা বিকল্পধারার আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, বিকল্পধারার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. শাহ আলম শাহীনসহ অনেকে।
সারাবাংলা/এএইচএইচ/এমও