Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি স্পিকারের শ্রদ্ধা নিবেদন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২২ ১৪:৫০

ঢাকা: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন স্পিকার। পুষ্পস্তবক অর্পণের পর তিনি একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নিরবতা পালন করেন।

বিজ্ঞাপন

এরপর, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডি-৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

এছাড়া, বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক এমপি এবং বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপদের পক্ষ হতে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও রাজধানীর ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

সারাবাংলা/এএইচএইচ/এমও

জাতীয় স্মৃতিসৌধ বীর শহিদ স্পিকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর