Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসএফ’কে মিষ্টি দিয়ে বিজয়ের শুভেচ্ছা জানালো বিজিবি

লোকাল করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২২ ১৩:৫৩

হিলি: ৫১তম মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরে হিলি সীমান্তের চেকপোস্টে মিষ্টি উপহার দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা বিনিময় করেছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় এ মিষ্টি বিনিময় করা হয়।

এসময় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার মাহবুবুর রহমান ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সুরেশ চন্দ্রের হাতে মিষ্টি ও উপহার তুলে দেন। বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানানো হয়।

উভয় বাহিনীর কর্মকর্তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় সেখানে বিজিবির হিলি আইসিপি চেকপোস্ট বিজিবি-বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন।

হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহবুবুর রহমান বলেন, ‘সীমান্তে সৌহার্দ্য-সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়ে থাকে।’

সারাবাংলা/এমও

দিনাজপুর বিএসএফ বিজিবি মিষ্টি উপহার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর