জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সাংবাদিকদের শ্রদ্ধা
১৬ ডিসেম্বর ২০২২ ১৩:৩৫ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২২ ১৩:৩৬
ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন সাংবাদিক নেতারা। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।
এদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জাতীয় প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), মুক্তিযোদ্ধা সাংবাদিক কমান্ড, সম্পাদক ফোরাম, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস), বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদ, মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক ফোরামের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
জাতীয় প্রেসক্লাবের পক্ষ থেকে সংগঠনটির সভাপতি ফরিদা ইয়াসমিন, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক মাইনুল আলম, আশরাফ আলী, নির্বাহী সদস্য রহমান মুস্তাফিজের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, বাসসের প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন, কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন, সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা, আরাফাত মুন্নাসহ অনেকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) পক্ষে এর মহাসচিব দীপ আজাদ, কোষাধ্যক্ষ খাইরুজ্জামান কামাল, দফতর সম্পাদক সেবিকা রাণির নেতৃত্বে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) পক্ষে সাধারণ সম্পাদক আকতার হোসেন, জ্যেষ্ঠ সহসভাপতি এম এ কুদ্দুস, সহ-সভাপতি মানিক লাল ঘোষ, যুগ্ম সম্পাদক খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
সম্পাদক ফোরামের পক্ষে এর আহ্বায়ক রফিকুল ইসলাম রতন, সদস্য সচিব ফারুক আহমেদ তালুকদারের নেতৃত্বে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) পক্ষে এর সভাপতি রাজু আলীম ও সাধারণ সম্পাদক রিমন মাহফুজসহ অন্যান্য নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
মুক্তিযোদ্ধা সাংবাদিক কমান্ডের পক্ষে এর সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া, সদস্য জিহাদুর রহমান, শাবনাজ সিদ্দিকীর নেতৃত্বে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদের পক্ষে এর আহ্বায়ক সুভাষ চন্দ বাদল ও সদস্য সচিব মো. আবু সাইদ খান জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক ফোরামের পক্ষে জিহাদুর রহমান জিহাদ, শাহনাজ সিদ্দিকী সোমা, আনোয়ার হোসেন জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনকালে বিভিন্ন সংগঠনের অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
সারাবাংলা/কেআইএফ/এমও