স্বাধীনতা বিরোধীদের সঙ্গে ঐক্য নয়: চুন্নু
১৬ ডিসেম্বর ২০২২ ১০:১২ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২২ ১১:৪৩
সাভার থেকে: জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, জাতীয় পার্টি কোনো স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে ঐক্য করবে না। শুক্রবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মুজিবুল হক চুন্নু বলেন, ‘আমরা এখনও মুক্তিযুদ্ধের আদর্শ, উদ্দেশ্য অর্জন করতে পারিনি। সম্পদের সুষম বণ্টন করতে পারিনি। সুশাসন ও গণতান্ত্র কায়েম করতে পারিনি। বিভিন্ন সময়ে প্রধান দুই দল আওয়ামী লীগ, বিএনপি স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে ঐক্য করেছে। আমরা সামনের দিনে স্বাধীনতাবিরোধী কোন শক্তির সঙ্গে ঐক্য করবো না।‘
এর আগে, শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানানোর পর জাতীয় স্মৃতিসৌধ এখন সর্ব সাধারণের জন্যে উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
সমাজের নানা শ্রেণিপেশার মানুষ ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন।
সারাবাংলা/ইএইচটি/এমও