Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাস্টারকার্ড থেকে নগদ’এ অ্যাড মানিতে ২০০ টাকা পর্যন্ত বোনাস

সারাবাংলা ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২২ ২১:১৭

ঢাকা: মাস্টারকার্ড থেকে নগদ অ্যাপে তিন হাজার টাকা বা সাত হাজার টাকা অ্যাড মানি করলেই গ্রাহকেরা পাচ্ছেন সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত বোনাস। নগদ অ্যাপে কার্ড থেকে অ্যাড মানি করার সুযোগ রয়েছে। এবার সেই গ্রাহকদের জন্য বিশেষ অফার নিয়ে এল প্রতিষ্ঠানটি। অফারটি থাকবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত।

নগদ অ্যাপ ব্যবহারকারীরা এই অফার চলা অবস্থায় তিন হাজার টাকা অ্যাড মানি করলে ৬০ টাকা বোনাস পাবেন। আর একইভাবে সাত হাজার টাকা অ্যাড মানি করলে ১৪০ টাকা বোনাস পাবেন। প্রত্যেক গ্রাহক দুটি অফার একবার করে গ্রহণ করতে পারবেন। একজন গ্রাহক ২০০ টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অফারে বোনাস পেতে গেলে নগদ অ্যাপ থেকে অ্যাড মানি অপশনে গিয়ে কার্ড টু নগদ নির্বাচন করতে হবে। এরপর মাস্টারকার্ড অপশন নির্বাচন করে তিন হাজার বা সাত হাজার টাকা অ্যাড করতে হবে। গ্রাহক অ্যাড মানি করার তিন কর্ম দিবসের মধ্যে বোনাসের টাকা তার নগদ অ্যাকাউন্টে পেয়ে যাবেন।

নগদ’র সকল গ্রাহকের জন্য এই ক্যাম্পেইনটি উন্মুক্ত। তবে বোনাস পাওয়ার জন্য গ্রহকের অবশ্যই ফুল প্রোফাইল কার্যকর একটি নগদ অ্যাকাউন্ট থাকতে হবে। এই অফার পাওয়ার যোগ্য হয়ে কেউ অ্যাড মানি করেও বোনাস না পেলে ক্যাম্পেইন শেষ হওয়ার ২০ দিনের মধ্যে তিনি বোনাসটি পেয়ে যাবেন। ক্যাম্পেইনটি গত ১০ ডিসেম্বর শুরু হয়েছে, যা আগামী ৯ জানুয়ারি পর্যন্ত থাকবে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।

এই ক্যাম্পেইন সংক্রান্ত কোনো কাজে বা অন্যকোনো সময়েই নগদ থেকে কোনো গ্রাহকের কাছে গোপন পিন নম্বর বা ওটিপি চাওয়া হয় না। তাই গোপন পিন বা ওটিপি কারও সঙ্গে কখনোই শেয়ার করা যাবে না। এছাড়া অ্যাড মানি করার জন্য তৃতীয় কোনো পক্ষকে নিজের তথ্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞাপন

এ বিষয়ে নগদ’র চিফ বিজনেস অফিসার শেখ আমিনুর রহমান বলেন, ‘নগদ সবসময় গ্রাহককে আরও বেশি ডিজিটাল সেবা দিতে চায়। নগদ’এ অ্যাড মানি করে গ্রাহকেরা ব্যাংকের লাইন ধরার মতো কাজ থেকে রেহাই পাচ্ছেন। এভাবে আমরা ডিজিটাল লেনদেনকে শক্তিশালী ও পরিচিত করে তুলছি। এই ধারায় এবার কার্ড থেকে অ্যাড মানি করলে বোনাস দিচ্ছে নগদ। এতে মানুষ আরও বেশি ডিজিটাল লেনদেনের সঙ্গে অভ্যস্ত হবে বলে আশা করি।’

সারাবাংলা/এনএস

নগদ মাস্টারকার্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর