Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয় শপথে উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২২ ১৯:৫২ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২২ ১৯:৫৬

ঢাকা: মহান বিজয় দিবসে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আসুন, এবারের বিজয় দিবসে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সম্মিলিতভাবে শপথ নিই- সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমরা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে  অব্যাহত রাখব।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেল সাড়ে সাতটায় মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিজয়ের ৫১ বছর পূরণ হলো। আমাদের অব্যাহত প্রচেষ্টা হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের দারিদ্র্য-ক্ষুধামুক্ত অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ গড়ে তোলা। পঁচাত্তরের পর ২৯ বছর মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত ছিল এবং তারা দেশের সম্পদ লুটে-পুটে খেয়ে দেশটাকে খোকলা বানিয়েছিল।’

তিনি আরও বলেন, “এখনও এদেশে একাত্তরের ‘শকুনি’ এবং পঁচাত্তরের হায়নাদের বংশধরেরা সক্রিয় আছে। সুযোগ পেলেই তারা দন্ত-নখর বসিয়ে দেশটাকে ক্ষতবিক্ষত করে ফেলে। সাধারণ মানুষ ভালো আছে দেখলে এদের গায়ে জ্বালাও ধরে। দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা সক্রিয় হয়ে ওঠে। কিন্তু বাংলাদেশের মানুষ এদের চিনে ফেলেছে। ষড়যন্ত্র করে আর তাদের বিভ্রান্ত করা যাবে না।”

প্রধানমন্ত্রী দেশবাসীর সুস্থতা কামনা করেন এবং মহান আল্লাহ যেন সবার সহায় হোন সেই দোয়া করেন।

সারাবাংলা/এনআর/পিটিএম

জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী ভাষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর