সয়াবিনের দাম লিটারে কমলো ৫ টাকা
১৫ ডিসেম্বর ২০২২ ১৮:১৬ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২২ ১৮:১৮
ঢাকা: খুচরা বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৫ টাকা কমিয়ে ১৮৭ টাকা নির্ধারণ করেছে সরকার। এছাড়া খোলা সয়াবিন তেলের দাম ১৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম নিয়ন্ত্রক শামীমা আকতারের সই করা এক চিঠিতে নতুন এ দামের ঘোষণা দেওয়া হয়।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার খোলা সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৬৭ টাকা। বর্তমানে বাজারে খোলা সয়াবিন প্রতি লিটার ১৭২ টাকায় বিক্রি হচ্ছে। আর ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৯২৫ টাকা থেকে ১৯ টাকা কমিয়ে করা হয়েছে ৯০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। খোলা পাম সুপার অয়েল প্রতি লিটার ৪ টাকা কমে ১১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার তা ১২১ টাকায় বিক্রি হচ্ছে।
সেয়াবিন তেলের নতুন এ দাম আগামী ১৮ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে।
সারাবাংলা/জিএস/এনএস