Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে সড়ক দুর্ঘটনায় ২ ভাই নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২২ ১১:০৫

যশোর: যশোরের মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। বুধবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মণিরামপুর-রাজগঞ্জ সড়কের মান্দার তলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোহনপুর কারিগর পাড়ার মোস্তাকের ছেলে সিহাব হোসেন (১৪) ও তার আপন খালাতো ভাই নাহিদ হাসান।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মান্দার তলায় যেকোনো গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলে থাকা সিহাব ও নাহিদ দুর্ঘটনার শিকার হন। পথচারী ও স্থানীয়রা তাদের উদ্ধার করে মনিরামপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তবে কোন গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লেগেছিল সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ।

সারাবাংলা/ইআ

মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনায় নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর