ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২২ ১০:২৫ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২২ ১০:৫৫
১৫ ডিসেম্বর ২০২২ ১০:২৫ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২২ ১০:৫৫
মানিকগঞ্জ: ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটের ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোররাত পৌনে ৫টা থেকে বন্ধ রয়েছে ফেরি চলাচল।
এসময় যানবাহনবোঝাই দু’টি ফেরি মাঝনদীতে আটকে পড়ে।
বিআইডাব্লিউটিসি আরিচা অফিস জানিয়েছে, মধ্যরাতের পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে কুয়াশা পড়তে থাকে। ভোরে কুয়াশার তীব্রতা বেড়ে যায়া। ফলে নৌ দুর্ঘটনারোধে রাতে পৌনে ৫টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এসময় পাটুরিয়া থেকে দৌলতদিয়া যাওয়ার পথে দু’টি ফেরি কুয়াশার কারণে মাঝ নদীতে নোঙ্গর করে রাখা হয়েছে।
ফেরি পারাপার বন্ধ থাকায় বৃহস্পতিবার সকাল থেকে পাটুরিয়া ঘাটে দেড় শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।
সারাবাংলা/জেআর/এমও