Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালালে তেলবাহী গাড়িতে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২২ ১৫:৫০

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নম্বর গেটে একটি তেলবাহী গাড়িতে আগুন লেগেছে। গাড়িটিতে ২৭ হাজার লিটার ডিজেল ছিল বলে জানিয়েছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

তিনি জানান, তৃতীয় টার্মিনালের কাজে ব্যবহৃত তেল সরবরাহে নিয়োজিত একটি ট্রাকে প্রথমে আগুন লাগে। এক ট্রাক থেকে তেল আরেক ট্রাকে লোড করার সময় ব্যবহৃত জেনারেটরের স্পার্ক থেকে এই আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় আগুন অপর ট্রাকেও লেগে যায়। প্রথমে আগুন লাগা ট্রাকটি আলিফ এন্টারপ্রাইজের। আগুনে ট্রাকটি অনেকটা পুড়ে গেছে। ট্রাকটিতে মোট ২৭ হাজার লিটার ডিজেল ছিল। পুড়ে যাওয়া ট্রাকের ড্রাইভারের নাম গোলাম মোস্তফা।

এর আগে, সকাল ১০টা ১০ মিনিটে তেলবাহী গাড়িতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১০টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সারাবাংলা/এসজে/এনএস

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর