যাত্রাবাড়ীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
১৪ ডিসেম্বর ২০২২ ১৪:২১ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২২ ১৪:২৪
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থেকে সুমাইয়া হাওলাদার (১৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, তার স্বামী তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে।
বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় মৃধাবাড়ির কাজিরগাওয়ের একটি টিনশেডের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সুমাইয়ার মা আফরোজা আক্তার বলেন, ‘আমাদের বাড়ি ঝালকাঠির কাঠালিয়া উপজেলার জোড়খালি গ্রামে। চার মাস আগে আমার মেয়েকে ভাগিয়ে নিয়ে বিয়ে করে হুমায়ুন। বিয়ের কিছুদিন পর সে আমাদের কাছে চার লাখ টাকা যৌতুক দাবি করে। এরপর থেকে যৌতুকের জন্য আমার মেয়েকে প্রায়ই মারধর করতো। গতকাল সন্ধ্যায় খবর পেয়ে আমরা গিয়ে দেখি সুমাইয়ার খাটের সঙ্গে পা লেগে আছে এবং সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে।’
তিনি প্রশ্ন করে বলেন, ‘আমার মেয়ে যদি আত্মত্যা করতো তাহলে খাটের সঙ্গে তার পা কেন লেগে আছে? সে তো ঝুলে থাকতো? হুমায়ুন তাকে মেরে ঝুলিয়ে রেখেছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) মো. মহসিন আলী জানান, মঙ্গলবার সন্ধ্যায় খবর পেয়ে মৃধাবাড়ির বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ওই নারী ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিলেন। তবে তার স্বামী পলাতক রয়েছেন।
এ ছাড়া, সুমাইয়ার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান এসআই মহসিন।
সারাবাংলা/এসএসআর/ইআ