Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় আলু ক্ষেত থেকে মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২২ ১১:৫১ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২২ ১১:৫৪

নওগাঁ: নওগাঁ শহরের বাইপাস সড়কের পাশে আলুর ক্ষেত থেকে মোহাম্মদ জালাল (৫৫) নামে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) সকালে গাবতলী মোড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। মোহাম্মদ জালাল পার্শ্ববর্তী বগুড়া জেলার সান্তাহার দমদমা এলাকার মৃত মফিজের ছেলে।

নওগাঁ সদর থানার অফিসার ইনিচার্জ (ওসি) ফয়সাল বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, বুধবার সকালে স্থানীয়রা আলুর ক্ষেতে তার মরদেহ দেখতে পায়। এরপর পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, উদ্ধারের সময় মোহাম্মদ জালালের মুখমণ্ডল থেঁতলানো এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সারাবাংলা/ইআ

মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর