Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যারা গুজব রটায় তাদের থেকে সাবধান’

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২২ ০৮:৫৩

এ কে আবদুল মোমেন

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, ‘যারা গুজব রটায়, তিলকে তাল করে— তাদের কাছ থেকে সাবধান থাকবেন। ওরা যেন দেশে অশান্তি সৃষ্টি করতে না পারে।’

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সুপ্রিম কোর্ট বার শাখার সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সভাপতির বক্তব্যে আবদুল মোমেন বলেন, ‘আমি শুরুতেই বলতে চাই ইদানিং বাংলাদেশকে অনেকে অনেক ধরনের পরামর্শ দেন। অনেকে বলেন, আপনারা ডেমোক্রেসির প্রতি আরও সংবেদনশীল হবেন, হিউম্যান রাইটসের প্রতি সংবেদনশীল হবেন। আমি তাদের জ্ঞাতার্থে জানাতে চাই, পৃথিবীর মধ্যে বাংলাদেশই একমাত্র দেশ, যেখানে গণতন্ত্রের জন্য, হিউম্যান রাইটসের জন্য, ন্যায় বিচারের জন্য, হিউম্যান ডিগনিটির জন্য প্রায় ৩০ লাখ লোক প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে। পৃথিবীর অন্য কোথাও এত লোক ন্যায় বিচারের জন্য, হিউম্যান রাইটসের জন্য, গণতন্ত্রের জন্য রক্ত দেয় নাই।’

তিনি বলেন, ‘আমরা যুদ্ধ করেছি গণতন্ত্রের জন্য, ন্যায় বিচারের জন্য, হিউম্যান রাইটসের জন্য। আমাদের রক্তে ১৯৭১ সালের সেই অনুপ্রেরণা। যে দল বর্তমানে সরকারে আছে, সেই দল সবসময় গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচারের জন্য কাজ করছে।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে। কোনো বন্দুকের নালার মাধ্যমে ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগ সরকার ভোটের মাধ্যমে বিদায়ও নিয়েছে। এই নজিরও আওয়ামী লীগ সরকার একমাত্র সৃষ্টি করেছে। সুতরাং গণতন্ত্র ও মানবাধিকার এই সরকারই সমুন্নত রেখে চলেছে।’

বিজ্ঞাপন

‘আমরা দেখেছি দুনিয়ার যেখানেই সরকার স্থিতিশীল সেখানেই শান্তি বিরাজ করে। সেইখানে মানুষের মঙ্গল হয়, উন্নয়ন হয়। যেখানে শান্তি ও স্থিতিশীলতা নেই সেখানে মানুষের মঙ্গল হয় না। মানুষ বড় কষ্ট করে। আপনি কোন দলের, কোন মতের সেটা বিবেচ্য বিষয় নয়। আপনি যদি আপনার পরিবারের উন্নয়ন চান, দেশের মঙ্গল চান, জনগণের কল্যাণ চান, তাহলে আপনাকে অবশ্যই শান্তি ও স্থিতিশীলতার প্রতি নজর দিতে হবে’— বলেন আব্দুল মোমেন।

তিনি বলেন, ‘কিছু কিছু লোক দেশে ও বিদেশে, এই শান্তি ও স্থিতিশীলতা বন্ধের জন্য বহু রকমের বানোয়াট গল্প তৈরি করেছে। অনেক ধরনের উল্টাপাল্টা কথা বলেছে, গুজব রটায় আর অনেকেই গুজবে কান দেয়, তিলকে তাল করে। আমি বলব, যারা গুজব রটায়, যারা তিলকে তাল করে— তাদের কাছ থেকে সাবধান থাকবেন। ওরা যেন দেশে অশান্তি সৃষ্টি না করতে পারে, মানুষের অমঙ্গল জাতে দেশে না ঘটাতে পারে, সেজন্য আপনারা সোচ্চার থাকবেন এবং এসবের বিরুদ্ধে জোরালো অবস্থান নেবেন।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। আলোচনা সভাশেষে আইনজীবী গৌরাঙ্গ চন্দ্র করকে সভাপতি ও আইনজীবী আবু নাসের স্বপনকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সুপ্রিম কোর্ট বার শাখা কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ঠাণ্ডু। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক রাশিদা হক কনিকা ও ক্রীড়া সম্পাদক মো. টিপু সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি মশিউর মালেক।

এতে আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকির, সম্পাদক আব্দুন নূর দুলাল, সাবেক সম্পাদক বশির আহমেদ, সাবেক সম্পাদক মমতাজ উদ্দীন আহমেদ মেহেদি, আইনজীবী নেতা বদিউল আলম বুদু, সাঈদ আহমেদ রাজা, মোতাহার হোসেন সাজু, শাহ মঞ্জুরুল হক প্রমুখ।

সারাবাংলা/কেআইএফ/এনএস

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর