Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পুলিশের রেশনবোঝাই’ ট্রাকের সঙ্গে ধাক্কা, মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২২ ২১:১৭

রাঙ্গামাটি: জেলার ঘাগড়া-বরইছড়ি সড়কের দেবতাছড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় বাসু দাশ (৩৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকালে এ ঘটনা ঘটেছে। নিহত বাসু রাঙ্গামাটি জেলা শহরের রিজার্ভবাজার গীতাশ্রম কলোনীর মিলন দাশের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকালে বাঙ্গালহালিয়া বাজার থেকে মোটরসাইকেলে করে রাঙ্গামাটি ফিরছিলেন বাসু দাশ। পথিমধ্যে দেবতাছড়ি এলাকায় ‘পুলিশের রেশনবোঝাই’ একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কামরুল হাসান জানান, সন্ধ্যায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজনকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদুল ইসলাম জানান, দেবতাছড়ি এলাকায় দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। বর্তমানে ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

এদিকে, ঘাতক ট্রাকটিতে ‘পুলিশ-রেশন পরিবহন’ লেখা থাকলেও ‘মালবোঝাই ট্রাকটি কাদের সে ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে’ বলে জানিয়েছেন রাঙ্গামাটির কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন।

সারাবাংলা/এনএস

মোটরসাইকেল আরোহী নিহত রাঙ্গামাটি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর