Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঋণ পরিশোধ নিয়ে দ্বন্দ্ব, ছেলেকে বিষ খাওয়ানোর পর মায়ের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২২ ২০:৪৬ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২২ ২০:৫৩

নরসিংদী: জেলার রায়পুরায় এনজিওর ঋণ পরিশোধ নিয়ে স্বামীর সঙ্গে বিরোধের জেরে দেড় বছরের ছেলেকে বিষ খাইয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন এক গৃহবূধ।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকালে উপজেলার চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে এ ঘটনা ঘটেছে। মৃতরা হলেন— সায়দাবাদ প্রধান বাড়ির রাকিব মিয়ার স্ত্রী ফেরদৌসী বেগম (২৮) ও তার দেড় বছরের ছেলে আহসাফ।

পুলিশ ও স্থানীয়রা জানান, সম্প্রতি এনজিও থেকে ১ লাখ ২০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন গৃহবধূ ফেরদৌসী বেগম। পরে ঋণের কিস্তি পরিশোধ করা নিয়ে জুয়াড়ি স্বামী রাকিবের সঙ্গে দ্বন্দ্ব হয়। এ নিয়ে তাদের মধ্যে কলহের সৃষ্টি হয়। এরই জেরে মঙ্গলবার সকালে ফেরদৌসী বেগম প্রথমে একমাত্র সন্তান আহসাফকে কীটনাশক জাতীয় বিষ খাওয়ান। পরে তিনি নিজেও বিষপান করে অসুস্থ হয়ে বমি শুরু করেন। এ সময় প্রতিবেশি এক নারীকে বিষ খাওয়ানোর কথা জানিয়ে শুধু সন্তানকে বাঁচানোর অনুরোধ করেন ফেরদৌসী।

এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে রায়পুরার শ্রীরামপুর রেলগেইট এলাকায় শিশুটির মৃত্যু হয়। আর উন্নত চিকিৎসার জন্য মা ফেরদৌসীকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ও পরে ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয় বলে জানা গেছে।

খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। বিষক্রিয়ায় মা ও সন্তানের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসক।

এ বিষয়ে রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানান, প্রথমে শিশুর মৃত্যু হয়। পরে ঢাকা নেওয়ার পথে শিশুর মায়েরও মৃত্যু খবর পেয়েছি। দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে স্বামী রাকিব মিয়া পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

নরসিংদী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর