Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে জামায়াতের মিছিল থেকে পুলিশের ওপর হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২২ ২০:৩৮

রাজশাহী: রাজশাহীতে জামায়াতে ইসলামের মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা তিনটার দিকে নগরীর দড়িখড়বোনা এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন- নগরীর বোয়ালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হায়দার ও কনস্টেবল আবদুল আহাদ।

জানা গেছে, জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে দুপুরে রাজশাহী নগরীর নিউমার্কেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে জামায়াতে ইসলাম রাজশাহী মহানগর। এই মিছিলে নেতৃত্ব দেন মহানগর জামায়াতের সেক্রেটারি এমাজ উদ্দিন মণ্ডল। মিছিলে জামায়াত-ছাত্রশিবিরসহ প্রায় ২০০ নেতাকর্মী অংশ নেয়।

মিছিলটি কাদিরগঞ্জ দড়িখরবোনা থেকে উপশহরের দিকে যাচ্ছিল। সে সময় পুলিশের একটি টহলরত গাড়িতে অতর্কিত হামলা চালায় জামায়াতের নেতাকর্মীরা। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে তারা। এতে দুই পুলিশ সদস্য আহত হন। পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জামায়াতে ইসলামের মহানগরের সেক্রেটারি এমাজ উদ্দিন মণ্ডল বলেন, ‘আমাদের কেন্দ্রীয় আমির শফিকুর রহমানকে বিনা উসকানিতে গ্রেফতার করেছে পুলিশ। এর প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ মিছিল করেছি। মিছিল থেকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। তবে পুলিশের ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি।’ পুলিশই তাদের ওপর হামলা চালিয়েছে বলে দাবি তার।

নগরীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘জামায়াত-শিবির নেতারা ঝটিকা মিছিল বের করেছিল। সেখানে আমাদের টহল পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেছে। এতে একজন এসআই ও একজন কনস্টেবল আহত হয়েছেন। সেখানে ফোর্স পাঠালে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পালিয়ে যান।’

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

জামায়াত-শিবির রাজশাহী হামলা

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর