Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ফখরুল-আব্বাস নয়, গণতন্ত্রকে গ্রেফতার করা হয়েছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২২ ১৯:২৭

চট্টগ্রাম ব্যুরো: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতারের মধ্য দিয়ে সরকার বাংলাদেশের গণতন্ত্রকে গ্রেফতার করেছে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে নগরীর নুর আহমদ সড়কে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের মাঠে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসসহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে কেন্দ্রঘোষিত এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে মাহবুবের রহমান শামীম বলেন, ‘আমাদের ঢাকা বিভাগীয় জনসমাবেশ ছিল ১০ ডিসেম্বর। আমরা শেখ হাসিনাকে বলেছিলাম, আপনি ১০ ডিসেম্বরের মধ্যে পদত্যাগ করুন। না হলে ১০ তারিখের পর যে আন্দোলন শুরু হবে, আপনি এবং আপনার মন্ত্রিপরিষদ পালানোর পথ পাবেন না। ১০ তারিখের সমাবেশের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারকে জনগণ লাল কার্ড দেখিয়েছে। বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তারা জীবন দিতে প্রস্তুত আছে শেখ হাসিনার সরকারের পতন ঘটানোর জন্য।’

ঢাকার নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও দলীয় কার্যালয়ে তল্লাশির প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘৭ ডিসেম্বর ঢাকায় আমাদের পার্টি অফিসের সামনে শান্তিপূর্ণভাবে নেতাকর্মীরা অবস্থান করছিল। পুলিশ বিনা উসকানিতে আমাদের নেতাকর্মীদের ওপর গুলিবর্ষণ করেছে, হামলা-গ্রেফতার করেছে। সরকার ভেবেছিল, ১০ তারিখের সমাবেশ বিএনপি করতে পারবে না, সমাবেশ তারা বানচাল করতে পারবে। কিন্তু বিএনপির লাখ লাখ নেতাকর্মী সাধারণ মানুষকে নিয়ে সরকারের বাধা উপেক্ষা করে সমাবেশ সফল করেছে।’

বিজ্ঞাপন

‘৭ তারিখ রাত তিনটার সময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতার করা হয়। এই গ্রেফতার শুধু দুই নেতাকে গ্রেফতার নয়, গণতন্ত্রকে গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতার, দমন-পীড়ন গণতন্ত্রের ওপর আঘাত। চট্টগ্রামসহ সারাদেশে গায়েবি মামলা দেওয়া হয়েছে। কিন্তু সমাবেশ প্রমাণ করেছে মামলা-হামলা, গায়েবি মামলা দিয়ে আন্দোলন দমানো যাবে না।’

২৪ ডিসেম্বর কেন্দ্রঘোষিত গণমিছিলে দলে-দলে বিএনপির নেতাকর্মীদের শরিক হওয়ার আহ্বান জানিয়ে শামীম বলেন, ‘শেখ হাসিনা নিজেই বলেছেন, জনগণের ভোটচুরি করে কেউ পার পায়নি। তিনি যথার্থই বলেছেন। কিন্তু ভোট চুরিটা কে করেছে? দিনের ভোট রাতে কে করেছে? ভোটচুরি তো তিনি নিজেই করেছেন। ভোটচুরি করে পার পাবে না। বাংলাদেশের জনগণ রাস্তায় নেমেছে। ২৪ ডিসেম্বর গণমিছিলের কর্মসূচি আছে। সেই মিছিলে একটিই আওয়াজ হবে, শেখ হাসিনার পদত্যাগ।’

নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, ‘অনির্বাচিত সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে। গত ১৪ বছরে তারা দেশের রাজনীতিকে নষ্ট করেছে। চুরি-চামারি করে অর্থনীতি ধ্বংস করেছে। দেশের অর্থনীতি, গণতন্ত্র, ডলার, রিজার্ভ সব গিলে খেয়েছে।’

নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ আজিজের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটনের পরিচালনায় সমাবেশে দলটির জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেন।

সারাবাংলা/আরডি/পিটিএম

ফখরুল-আব্বাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর