Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক মর্তুজ আলী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২২ ১৮:০৮

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক হলেন মো. মর্তুজ আলী। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের জনসংযোগ বিভাগের পরিচালক সাঈদা খানমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের ব্যাংক পরিদর্শন বিভাগ-৭ এর পরিচালক মো. মর্তুজ আলীকে ১১ ডিসেম্বর নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তিনি কেন্দ্রীয় ব্যাংকে সুদীর্ঘ ২৯ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন।

বিজ্ঞাপন

মো. মর্তুজ আলী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে এমএসসি.এজি.ইকন ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন। কেন্দ্রীয় ব্যাংকের দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের বগুড়া, রাজশাহী ও রংপুর অফিসে এবং প্রধান কার্যালয়ের কৃষি ঋণ বিভাগে সাফল্যের সঙ্গে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করেন।

সারাবাংলা/জিএস/পিটিএম

বাংলাদেশ ব্যাংক মর্তুজ আলী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর