Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রন হক সিকদারের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ তদন্তের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২২ ১৮:০১

ঢাকা: বেসরকারি ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য রন হক সিকদার ও পরিবারের সদস্যদের আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থপাচার বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এ বিষয়ে আগামী ১৫ জানুয়ারির মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ), পুলিশের অপরাধ তদন্ত সংস্থা (সিআইডি) ও দুর্নীতি দমন কমিশনকে (দুদক) প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এ বিষয়ে করা রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী খুরশিদ আলম খান।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক জানান, আদালত রন হক সিকদার ও তার পরিবারের সদস্যদের ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থপাচারের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।

এই বিষয়ে আগামী ১৫ জানুয়ারির মধ্যে বাংলাদেশ ব্যাংক, বিএফআইইউ, সিআইডি ও দুর্নীতি দমন কমিশনকে (দুদক) প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত।

এর আগে, ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য রন হক সিকদার ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থপাচারের অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশনা চেয়ে আইনজীবী চৌধুরী হাসান মুহাম্মদ আবদুল্লাহ হাইকোর্টে রিট দায়ের করেন।

সারাবাংলা/কেআইএফ/এনএস

রন হক সিকদার

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর