Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নগর পরিবহন চলাচলকারী রুটে চলবে না অন্য বাস

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২২ ১৭:৪৯

আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস, ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীতে বাস রুট রেশনালাইজেশনের (পুনর্বিন্যাস) আওতায় চালু হওয়া যাত্রাপথগুলোতে নগর পরিবহনের বাস ছাড়া অন্য কোনো বাস চলাচল করতে পারবে না। এসব রুটে অন্যান্য বাস ও লেগুনা চলাচল বন্ধে চালানো হবে বিশেষ অভিযান।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশনের ২৫তম সভায় এই সিদ্ধান্ত জানানো হয়। সভায় উপস্থিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘২১, ২২ ও ২৬ নম্বর রুটে শুধু রুট পারমিটবিহীন বাস নয়, নগর পরিবহন ব্যতীত অন্য কোনো বাস চলবে না। এই রুটে শুধু নগর পরিবহন চলবে। এটি নিশ্চিত করতে আগামী ২০ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত অভিযান পরিচালনা করা হবে। এমনকি লেগুনাও চলবে না। শুধু নগর পরিবহন চলবে এই তিন রুটে।’

বিজ্ঞাপন

মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘ঢাকা নগর পরিবহন প্রতিদিন ১৪ হাজার যাত্রী পরিবহন করে। ঢাকা নগর পরিবহন পরীক্ষামূলকভাবে চালু করলেও যাত্রীদের আগ্রহ ও সাড়া পেয়ে আমরা অনুপ্রাণিত হয়ে আরও নতুন নতুন যাত্রাপথ চালু করছি। অবৈধ পরিবহন চেষ্টা করে যাচ্ছে আমরা যেন সফল না হই। তারা বাস নিয়ে আমাদের রুটে আসছে, আমাদের বাসের গতিরোধ করছে, যাত্রী ছাউনি বা বাস বে-তে থামতে দিচ্ছে না। তারপরও আমরা দেখেছি যাত্রীরা আমাদের বাসকেই বেছে নিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘তবে যাত্রীদের সেই আগ্রহ ও আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ সেবা দিতে পারছি না। যারা বাস দিচ্ছেন তাদের প্রতি মানসম্পন্ন বাস দেওয়ার আহ্বান জানাচ্ছিই, একইসঙ্গে আমরাও নজরদারি জোরদার করতে চাই। তবে পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট না থাকার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা বাধাগ্রস্ত হচ্ছে। সিটি করপোরেশন, ডিএমপি ও বিআরটিএ— সকল জায়গাতেই ম্যাজিস্ট্রেট স্বল্পতার কারণে কঠোর কার্যক্রম ফলপ্রসূ হচ্ছে না। আজকের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে— সরকারের কাছে ম্যাজিস্ট্রেট সংখ্যা দ্বিগুণ করার জন্য আবেদন করা হবে।’

বিজ্ঞাপন

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক সাবিহা পারভীন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আকরামুজ্জামান, ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ট্রাফিক) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মুনিবুর রহমান, গণপরিবহন বিশেষজ্ঞ ড. এস এম সালেহ উদ্দিন, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আজমল উদ্দিন আহমেদসহ কমিটির সদস্যরা।

সারাবাংলা/আরএফ/এনএস

বাস রুট রেশনালাইজেশন

বিজ্ঞাপন

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর