Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেন্দ্রীয় নেতাদের গ্রেফতারের প্রতিবাদে রংপুরে বিএনপির বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২২ ১৬:০১

রংপুর: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মুক্তি এবং পুলিশের হামলায় দলীয় কর্মী নিহত হওয়ার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড়ে অবস্থিত রংপুর মহানগর বিএনপির দলীয় কার্যালয় থেকে বিভিন্ন স্লোগান দিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। তবে পুলিশি বাধায় মিছিল পণ্ড হয়ে গেলে কার্যালয়ের গলিতেই সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে ও সদস্য সচিব মাহফুজ উন নবী ডনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য এডভোকেট একরামুল হক, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, যুবদল নেতা সামসুজ্জোহা সাজু, এডভোকেট রেজেকা সুলতানা ফেন্সী, আব্দুল খালেক, শাহ নেওয়াজ লাবু, মহানগর যুবদলেরসহ সভাপতি ফরহাদ হোসেন পিন্টু, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জহির আলম নয়ন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জিম প্রমুখ।

সারাবাংলা/ইআ

বিএনপির বিক্ষোভ

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর