Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন রওশন ও জি এম কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২২ ১৫:৩২ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২২ ১৫:৩৩

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় গণভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় তাদের সঙ্গে হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগির আল মাহি সাদ উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টির সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও জি এম কাদের দীর্ঘক্ষণ বৈঠক করেছেন। বৈঠকে জাতীয় পার্টির মধ্যে চলমান জটিলতা নিরসন এবং সম্প্রতি যে ৭টি আসন শূন্য হয়েছে, সেসব আসনে জাতীয় পার্টির প্রার্থী দেওয়ার বিষয় নিয়েও আলোচনা হয়।

এসময় জাতীয় পার্টির মধ্যে বিরাজমান সংকট নিরসনেও আলোচনা হয়েছে। পরে দুপুর তিনটার দিকে গণভবন ত্যাগ করেন রওশন, জি এম কাদের ও সাদ এরশাদ।

সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন রওশনপন্থী নেতা ইকবাল হোসেন রাজু। তিনি জানান, দুপুর ১১টার পরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন তারা। তবে কি বিষয়ে বৈঠকে হয়েছে জানা নেই।

আরও পড়ুন: যেকোনো মূল্যে রওশনের সঙ্গে মীমাংসা চান জি এম কাদের

সারাবাংলা/এএইচএইচ/এমও

জি এম কাদের প্রধানমন্ত্রী রওশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর