Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাইকো মামলায় খালেদা জিয়ার চার্জ শুনানি ১৭ জানুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২২ ১৩:১৩

ফাইল ছবি: খালেদা জিয়া

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় চার্জশুনানির তারিখ পিছিয়ে আগামী ১৭ জানুয়ারী দিন ধার্য করেন আদালত।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ২ নম্বর ভবনে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে খালেদা জিয়ার পক্ষে সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলীর চার্জশুনানি কথা ছিল। তবে এ জে মোহাম্মদ আলী অসুস্থ বোধ করায় আদালতে যেতে পারেননি। এ জন্য খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ চার্জশুনানি পেছাতে সময় আবেদন করেন।

বিজ্ঞাপন

আদালত শেষ বারের মত সময় আবেদন মঞ্জুর করে চার্জশুনানির এ তারিখ ধার্য করেন। পরবর্তী তারিখে শুনানি না করলে আদালত চার্জশুনানি সমাপ্ত ঘোষণা করে আদেশ দিবেন বলে জানান। খালেদা জিয়া অসুস্থ থাকায় এদিন আদালতে হাজির হতে পারেননি। তারপক্ষে সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ হাজিরা দেন।

খালেদা জিয়ার আরেক আইনজীবী হান্নান ভূঁইয়া এসব তথ্য জানান।

কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিনাইকো মামলা ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচ জনের বিরুদ্ধে ২০০৭ সালে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুদক। পরের বছরের ৫ মে ওই মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন দুদকের সহকারী পরিচালক এস এম সাহেদুর রহমান। অভিযোগপত্রে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয়।

২০১৭ সালের ২০ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল আদালতে খালেদা জিয়াসহ মামলার ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানান।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/ইআ

খালেদা জিয়া নাইকো মামলা

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর