Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ ঘণ্টা পর উত্তর ও দ‌ক্ষিণ-পশ্চিমাঞ্চলে ট্রেন চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২২ ০৯:৫৬

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনার সাড়ে ১০ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর ও দ‌ক্ষিণ-পশ্চিমাঞ্চ‌লের ট্রেন চলাচল শুরু হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) রাত সা‌ড়ে ১০টার দি‌কে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল লাইনের রাজাবা‌ড়ি রেলক্রসিংয়ে এ ঘটনা ঘ‌টে।

ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় টাঙ্গাইল-ময়মনসিংহ-জামালপুর আঞ্চ‌লিক মহাসড়কেও যানবাহন চলাচল বন্ধ থাকে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে রেলক্রসিং থেকে ট্রেনটি সরিয়ে নেওয়া হলে রেল ও সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা একটি মালবাহী ট্রেন ঢাকার দি‌কে যাওয়ার সময় কা‌লিহাতী উপজেলার রাজাবা‌ড়ি রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনটির ১১ নম্বর ব‌গি লাইনচ‌্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় ওই রেললাইনের ট্রেন চলাচল। খবর পেয়ে ভোর ৪টার দিকে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। সকাল ৯টার দিকে ট্রেনটি উদ্ধার করা হলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

রেলওয়ে পশ্চিম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী লিয়াকত আমিন বলেন, ‘টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রাজাবাড়ি এলাকায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছিল। খবর পেয়ে ভোর ৪টার দিকে উদ্ধারকারী ট্রেন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। সকাল ৯টার দিকে উদ্ধার কাজ শেষ হলে এ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’

সারাবাংলা/এমও

উত্তর ও দ‌ক্ষিণ-পশ্চিমাঞ্চল ট্রেন চলাচল ট্রেন চলাচল শুরু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর