Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে ৮ হাজার ইয়াবাসহ মাদকব্যবসায়ী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২২ ২৩:৫৩

রংপুর: রংপুরে একটি বাসে অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

সোমবার (১২ ডিসেম্বর) রাত ১০টায় নগরীর দমদমা লক্ষণপাড়া এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় আবুল কাশেম ওরফে হাশেম নামে একজনকে গ্রেফতার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আসলাম আলী মন্ডল সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কক্সবাজার-কুড়িগ্রামগামী এনা পরিবহনের একটি কোচে রংপুরে ইয়াবার একটি বড় চালান আসছে। এমন তথ্যের ভিত্তিতে রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা দমদমায় অবস্থান নিয়েছিলাম। এ সময় এনা পরিবহনে অভিযান চালিয়ে সন্দেহজনক মনে হলে কাশেম নামের একজনকে আটক করা হয়। পরে কাশেমের ব্যাগে ৮ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।’

পরিদর্শক আসলাম আলী মন্ডল বলেন, ‘রংপুরের ইতিহাসে ইয়াবার এটিই বড় চালান। আনুমানিক ৪০ লাখ টাকা মূল্যের এই বড় চালান সম্পর্কে জিজ্ঞাসাবাদ চলছে। এছাড়া এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় কাশেমকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

সারাবাংলা/পিটিএম

ইয়াবা গ্রেফতার রংপুর

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর