Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামী ব্যাংক-ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২২ ১৯:৩৭

ঢাকা: ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের দু’জন পরিচালককে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১২ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক সারাবাংলাকে বিষয়টি নিম্চিত করেছেন।

তিনি বলেন, ‘বেসরকারি খাতের ইসলামী ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের পরিচালক আবুল কালামকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের আরেক পরিচালক মুতাসিম বিল্লাহকে।’

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, ‘নিয়োগ পাওয়া দু’জন পর্যবেক্ষক পরবর্তী সময়ে ব্যাংক দু’টির পরিচালনা পর্ষদের বৈঠকে অংশ নেবেন। একইসঙ্গে তারা বৈঠকের বিষয়ে কোনো করণীয় থাকলে সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ ব্যাংককে অবহিত করবেন।’

উল্লেখ্য, সম্প্রতি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকার ঋণ নেওয়ার তথ্য তুলে ধরে বিভিন্ন গণমাধ্যেমে প্রতিবেদন প্রকাশিত হয়।

এর মধ্যে ইসলামী ব্যাংক থেকে সাত হাজার ২৪৬ কোটি টাকা ও বাকি অর্থ সোশ্যাল ইসলামী ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে বের করে নেওয়া হয়। যেসব প্রতিষ্ঠানের নামে এসব ঋণ বের করা হয়, তার মধ্যে বেশ কয়েকটি ভুয়া ঠিকানা ব্যবহার করে ঋণ নিয়েছে। যেগুলো মূলত নামসর্বস্ব কোম্পানি। এ রকম নামসর্বস্ব দুই কোম্পানির নামে ইসলামী ব্যাংক থেকে বের করে নেওয়া হয় দুই হাজার কোটি টাকা।

এদিকে, ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৩৪ হাজার কোটি টাকার ঋণ অনিয়মের ঘটনা অনুসন্ধানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ৭ ডিসেম্বর সাংবাদিকদের এ তথ্য জানান দুদক সচিব মো. মাহবুব হোসেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/পিটিএম

ইসলামী ব্যাংক পর্যবেক্ষক নিয়োগ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর