Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাইভ সম্প্রচারে থাকা সাংবাদিককে হেনস্থাকারী পুলিশ সদস্য ক্লোজড

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২২ ১৪:২৮

ঢাকা: রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে লাইভ সম্প্রচারে থাকা নাগরিক টিভির সিনিয়র রিপোর্টার সাইদ আরমানকে হেনস্থার ঘটনায় পুলিশ কনস্টেবল শাহিনুর রহমানকে ক্লোজড করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ওই কনস্টেবলকে রাজারবাগ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

ডিএমপির মিডিয়া শাখার উপ কমিশনার (ডিসি মিডিয়া) মো. ফারুক হোসেন সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার নাগরিক টিভির সাংবাদিককে লাইভ সম্প্রচারে থাকার সময় একজন কনস্টেবল অপেশাদার আচারণ করেছেন। ঘটনাটি জানার পরপরই কমিশনারের ‍দৃষ্টিতে আনা হয়। কমিশনারের নির্দেশে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য তেজগাঁও বিভাগের ডিসিকে নির্দেশ দিয়েছেন।

লাইভ সম্প্রচারে থাকার সময় একজন সাংবাদিকের সাথে কেমন আচারণ করতে হয় হয়তো ওই কনস্টেবল তা জানে না। মূলত না জানার জন্যই এমনটা হয়েছে বলে মনে করেন ডিসি মিডিয়া।

এর আগে রোববার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে সাংবাদিক হেনস্থার জন্য তীব্র নিন্দা জানানো হয়। অবিলম্বে জড়িত পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়।

সারাবাংলা/ইউজে/ইআ

পুলিশ ক্লোজড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর