ঢাকা মেডিকেলের পাশ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
স্টাফ করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২২ ১৩:৩৪ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২২ ১৩:৩৫
১২ ডিসেম্বর ২০২২ ১৩:৩৪ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২২ ১৩:৩৫
ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান গেটসংলগ্ন ফুটপাত থেকে অজ্ঞাত (৪৪) এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) জোবাইন ফেরদৌস জানান, ৯৯৯- এর কলের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান গেটের বাইরে ফুটপাতে এক নারীর মরদেহ পড়ে আছে খবর পায় পুলিশ। পরে ঘটনাস্থলে ওই নারীকে মৃত অবস্থায় পাওয়া যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
এসআই জানান, ওই নারীর কোনো পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অসুস্থ অবস্থায় তিনি মারা গেছেন। সিআইডি’র ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ওই নারীর পরিচয় নিশ্চিত করার জন্য।
সারাবাংলা/এসএসআর/ইআ