Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন মওলানা ভাসানী: ন্যাপ

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২২ ১২:২৩

ঢাকা: মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৪২তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাপ আয়োজিত স্মরণসভায় নেতারা বলেছেন, ‘স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানী একমাত্র রাজনৈতিক নেতা যিনি কখনও নিজের স্বার্থে রাজনীতি করেন নাই। তিনি জনগণের কথা ভেবেছেন। তিনি আমাদের মুক্তি আন্দোলন শিখিয়েছেন। স্বাধীনতার অর্থ জানিয়েছেন। স্বাধীনতা স্বপ্ন দেখিয়েছেন।’

সোমবার (১২ ডিসেম্বর) গুলিস্তানের হকি স্টেডিয়ামে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৪২তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ) ঢাকা মহানগর আয়োজিত শ্রদ্ধা নিবেদন ও আলোচনায় সভায় নেতারা এসব কথা বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

নেতারা বলেন, ‘মওলানা ভাসানীর প্রদর্শিত পথেই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষায় এবং দুর্নীতি-দুর্বৃত্তায়নের বিরুদ্ধে লড়াই ও ষংগ্রাম অব্যাহত রাখতে হবে। মনে রাখতে হবে সবার মুক্তি একমাত্র গণতন্ত্রে, জবাবদিহিতাই গণতন্ত্র।’

বক্তারা আরও বলেন, ‘দেশ দুর্নীতিবাজদের কালো থাবায় ক্ষত-বিক্ষত। চারদিকে দুর্নীতিবাজদের জয়জয়কার। রাজনীতি আজ দুর্নীতিবাজদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। দুর্বৃত্তায়ন ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই-সংগ্রামে মওলানা ভাসানী সমগ্র জাতির অনুপ্রেরণার উৎস। তার সংগ্রামী জীবন আমাদের দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে পথ দেখায়।’

বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি মো. কামাল ভুঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয় লীগ সভাপতি এম এ জলিল, কৃষক-শ্রমিক পার্টির সভাপতি মো. সিরাজুল হক, এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম, বাংলাদেশ উন্নয়ন পার্টির চেয়ারম্যান সৈয়দ মোখলেছুর রহমানসহ অনেকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

মওলানা ভাসানী স্বাধীনতার স্বপ্ন

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর