ধান ক্ষেতে মিলল বর্গা চাষির লাশ
১২ ডিসেম্বর ২০২২ ১১:২৯ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২২ ১১:৩৫
দিনাজপুর: জেলার বিরামপুরের ধান ক্ষেত থেকে আশরাফুল ইসলাম (৪৭) নামে এক বর্গা চাষির লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার বেগমপুর মাঠ থেকে আশরাফুলের মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আশরাফুল বেগমপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে।
পরিবারের বরাতে পুলিশ জানান, রোববার (১১ ডিসেম্বর) স্বামীকে বাসায় রেখে প্রতিববেশীদের সঙ্গে ওয়াজ মাহফিলে গিয়েছিলেন স্ত্রী হালিমা বিবি। রাতে বাড়ির পাশের বর্গা নেওয়া ধান ক্ষেত দেখতে গিয়ে আর ফিরে আসেননি স্বামী আশরাফুল। আজ সকালে বাড়ি থেকে প্রায় ৪০০ গজ দূরে ওই ক্ষেতে আশরাফুলের মাথা থেতলানো ক্ষতবিক্ষত লাশ পাওয়া। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
নিহতের স্ত্রী হালিমা বেগম বলেন, ‘সাতকুড়িতে আমার মেয়ের শ্বশুরবাড়ি। ওয়াজ মাহফিল শোনা শেষে রাতে মেয়ের বাড়িতেই ছিলাম। আজ সকালে প্রতিবেশীদের কাছে খবর পেয়ে বাড়িতে এসে আমার স্বামীর মরদেহ দেখতে পাই। আমার স্বামী একজন ভালো মানুষ ছিলেন।’
স্থানীয় আব্দুর জলিল বলেন, ‘নিহত আশরাফুল একজন সাদাসিধে মানুষ। এলাকার কারও সঙ্গে তার কোনো দ্বন্দ্ব নেই। রাতে একসঙ্গে আমরা মসজিদে নামাজ আদায় করেছি। সকালে শুনি তাকে কে বা কারা হত্যা করে মরদেহটি ধানের জমিতে রেখে গেছে।’
বিরামপুর থানার ওসি বলেন, ‘ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মরদেহটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।’
সারাবাংলা/ইআ