Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার বান্দরবা‌নের ২ উপজেলায় অনি‌র্দিষ্টকা‌লের ভ্রমণ নি‌ষেধাজ্ঞা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২২ ২৩:৩৭

ঢাকা: এবার বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা‌য় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণে অনি‌র্দিষ্টকা‌লের নিষেধাজ্ঞা দি‌য়ে‌ছে স্থানীয় প্রশাসন। এ নি‌য়ে ১১ বা‌রের মতো বাড়‌ল নি‌ষেধাজ্ঞা।

রোববার (১১ ডি‌সেম্বর) সন্ধ‌্যায় অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফর রহমানের (জেলা প্রশাসক, রু‌টিন দা‌য়িত্ব) সই করা জনস্বার্থে প্রকা‌শিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়‌টি জানানো হয়।

গণ‌বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, জেলার রোয়াংছ‌ড়ি ও রুমায় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের জন্য বান্দরবান সেনানিবাসের রিজিয়ন কর্তৃক আধিপত্য বিস্তারমূলক টহল কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে। এ জন্য পর্যটকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ওই দুই উপ‌জেলায় পর্যটক ভ্রমণে নি‌ষেধাজ্ঞা সোমবার (১২ ডি‌সেম্বর) থে‌কে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাক‌বে।

বান্দরবানের জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত জেলা ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সহকারী সুমন পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রোয়াংছড়ি ও রুমা উপ‌জেলায় পর্যটক‌দের ভ্রম‌ণে পরবর্তী নি‌র্দেশ না দেওয়া পর্যন্ত নি‌ষেধাজ্ঞা দেওয়া হ‌য়ে‌ছে। বাকি উপ‌জেলায় পর্যটকরা ভ্রমণ কর‌তে পার‌বেন।’

উল্লেখ‌্য, গেল ১৭ অক্টোবর রা‌ত থে‌কে ২২ অক্টোবর পর্যন্ত রুমা ও রোয়াংছ‌ড়ি‌ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়। ২৩ অক্টোবর থে‌কে ৩০ অক্টোবর পর্যন্ত ওই দুই উপজেলাসহ থান‌চি ও আলীকদ‌মে পর্যটক‌দের ভ্রম‌ণে নিষেধাজ্ঞা দেওয়া হয়। ৩১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত এ নিষেধাজ্ঞা বাড়ানো হয়। পরে এ চার উপ‌জেলায় ৮ নভেম্বর পর্যন্ত আবারও নি‌ষেধাজ্ঞা দেওয়া হয়। এরপর ৯ ন‌ভেম্বর থে‌কে ১২ ন‌ভেম্বর পর্যন্ত আলীকদ‌মের নি‌ষেধাজ্ঞা প্রত‌্যাহার ক‌রে রোয়াংছড়ি, রুমা ও থান‌চি-‌ এ তিন উপ‌জেলায় নি‌ষেধাজ্ঞা দেওয়া হয়। ১৩ ন‌ভেম্বর থে‌কে ১৬ ন‌ভেম্বর পর্যন্ত এ তিন উপ‌জেলা আবা‌রও নি‌ষেধাজ্ঞার কবলে পড়ে।

বিজ্ঞাপন

প‌রে থান‌চি‌তে নি‌ষেধাজ্ঞা প্রত‌্যাহার ক‌রে ১৭ ন‌ভেম্বর থে‌কে ২০ ন‌ভেম্বর পর্যন্ত রোয়াংছ‌ড়ি ও রুমা‌তে নি‌ষেধাজ্ঞা বহাল রাখা হয়। ওই দুই উপজেলায় ২১ ন‌ভেম্বর থে‌কে ২৭ ন‌ভেম্বর পর্যন্ত নি‌ষেধাজ্ঞা দেওয়ার পর আবা‌রও ২৮ ন‌ভেম্বর থে‌কে ৪ ডি‌সেম্বর পর্যন্ত সাত ‌দি‌নের নি‌ষেধাজ্ঞা দেওয়া হয়ে‌। প‌রে নি‌ষেধাজ্ঞা শেষ হবার ১‌দিন আগেই ফের ৪ ‌ডি‌সেম্বর থে‌কে ১১ ‌ডি‌সেম্বর পর্যন্ত আট‌ দিন নি‌ষেধাজ্ঞা দেওয়া হ‌য়ে‌ছে। এই নি‌ষেধাজ্ঞা শেষ হ‌লে ১২‌ডি‌সেম্বর থে‌কে অনির্দিষ্টকালের নি‌ষেধাজ্ঞা দেওয়া হ‌লো।

সারাবাংলা/পিটিএম

ভ্রমণ নিষেধাজ্ঞা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর