Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুনে চালু হচ্ছে আখাউড়া-আগরতলা রেললাইন

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২২ ১৯:২২

ফাইল ছবি

ঢাকা: আখাউড়া থেকে আগরতলা পর্যন্ত নতুন রেললাইন আগামী জুনের মধ্যে চালু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। বাংলাদেশ ও ভারতের মধ্যে নির্মাণাধীন এই লাইনটির কাজ দ্রুত এগিয়ে চলছে বলেও উল্লেখ করেন তিনি।

রোববার ( ১১ ডিসেম্বর) সংশ্লিষ্ট প্রকল্প পরিদর্শনের সময় আগরতলা সংলগ্ন জিরো পয়েন্ট এলাকায় উপস্থিত সাংবাদিকদের সামনে রেলমন্ত্রী এ তথ্য জানান।

নুরুল ইসলাম সুজন বলেন, ‘উভয় দেশের জন্য আখাউড়া আগরতলা রেললাইন সংযোগটি খুবই গুরুত্বপূর্ণ। এই লাইনটি চালু হলে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, পাশাপাশি মানুষ সহজে দু দেশের মধ্যে যাতায়াত করতে পারবে।’

ইতোপূর্বে তিনবার সময় বৃদ্ধি করা হয়েছে, নতুন করে সময় বাড়বে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবের রেলমন্ত্রী বলেন, অধিকাংশ কাজই সম্পন্ন হয়েছে। এখন যতটুকু কাজ আছে আশা করা যায় জুনের মধ্যে তা সম্পন্ন করা যাবে।

আখাউড়া-লাকসাম প্রকল্প সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সম্পূর্ণটি আজ পরিদর্শন করেছি। প্রকল্পের অগ্রগতি সন্তোষজনক। আগামী ১৫ জানুয়ারির মধ্যে ১৭ কিলোমিটার রেললাইন যাতায়াতের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।’

ভারতীয় নিরাপত্তা বাহিনীর বাধার মুখে কিছু জায়গা কাজ স্থগিত আছে— এমন প্রশ্নের জবাবে নুরুল ইসলাম সুজন বলেন, ‘পরিদর্শনের সময় কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। বাধা দেওয়া অংশটি বন্ধ রেখে, অন্যঅংশের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, আখাউড়া-আগরতলা রেললাইন প্রকল্পটি ভারতীয় অনুদানের নির্মিত হচ্ছে। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৬৭ শতাংশ। আগরতলা থেকে আখাউড়া পর্যন্ত বাংলাদেশ অংশের দৈর্ঘ্য ৬ দশমিক ৮ কিলোমিটার।

বিজ্ঞাপন

পরিদর্শনের সময় বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন, লাকসাম-আখাউড়া প্রকল্পের পরিচালক মো. শহিদুল ইসলাম, পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী ও আখাউড়া-আগরতলা প্রকল্পের পরিচালক আবু জাফর মিয়াসহ ঠিকাদারি প্রতিষ্ঠান ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআর/এনএস

রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন

বিজ্ঞাপন

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর